দীপাবলির আগে থেকে শুরু, অনেকদিন হয়ে গিয়েছে। অথচ এখনও দূষণ-মুক্ত হল না রাজধানী দিল্লি। শুক্রবার সকালে দিল্লিতে বায়ুদূষণ আরও একটু বেড়েছে। দিল্লির বাতাসের গুণমান এদিনও ছিল খারাপের পর্যায়ে। আগের দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুণগতমান কমে পৌঁছেছিল ২৪৯-এ, কিন্তু শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একধাক্কায় বেড়ে ২৯৩-এ পৌঁছেছে।
এদিন সকালে দিল্লির বাতাসে ফের ভেসে বেড়ায় অদৃশ্য ধূলিকণা, ফলে আবারও দূষণের কবলে চলে গেল রাজধানী দিল্লি। হালকা কুয়াশা ও বায়ুদূষণের কারণে দিল্লিতে এদিনও দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। দিল্লিতে একধাক্কায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এদিন বেড়ে হয়ে যায় ২৯৩-এ, যা অসহনীয় পর্যায়ের মধ্যেই পড়ে। দূষণ বাড়তেই ফের অস্বস্তিতে রাজধানীর মানুষজন, নিস্তার চাইছেন এই খারাপ হাওয়া থেকে।