শব্দবাজির দাপট রুখতে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজধানীতে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এনিয়ে কড়া নির্দেশ জারি করেছেন। দিল্লি সরকার ইতিমধ্যেই শব্দবাজির উৎপাদন, মজুত করা, বিক্রি করা ও শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করে দিয়েছে।এই নির্দেশকে অমান্য করে শব্দবাজি বিক্রি বা মজুত করা হলে সেক্ষেত্রে শাস্তি হিসাবে ৫,০০০ টাকা জরিমানা হতে পারে। তিন বছরের জন্য জেলও হতে পারে। জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী।
পাশাপাশি দিল্লির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, দেওয়ালি পর্যন্ত যারা বাজি ফাটাবেন তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধি ২৬৮ ধারা অনুসারে ২০০ টাকা করে জরিমানা করা যায়। ৬ মাসের জেলের ব্যবস্থাও রয়েছে এক্ষেত্রে।
প্রসঙ্গত কালীপুজো ও দেওয়ালিতে প্রতিবারই দেশজুড়ে শব্দবাজি ফাটানোর প্রবনতা বাড়তে থাকে। কানফাটানো বাজি ফাটিয়ে উল্লাসে মাতেন অনেকেই। এর জেরে শুধু শব্দদুষণই হয় সেটাই নয়, ব্যাপকভাবে বায়ুদুষণও হয়। দেশের একাধিক রাজ্য়েই শব্দবাজি রুখতে নানা কড়া ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, প্রশাসনের তরফে ধরপাকড়ও চলে। তবে উৎসবের দিনগুলোতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তেই শব্দবাজি ফাটছে। তবে এবার শব্দবাজি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেটাই এবার জানিয়ে দিলেন দিল্লির পরিবেশমন্ত্রী।