গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি। সঙ্গে যমুনা নদীতে জলোচ্ছ্বাস! দিল্লিতে জমা জলে সাঁতার কাটতে দিয়ে প্রাণ গেল তিন কিশোরের। দুর্ঘটনা ঘটল শহরের উত্তর-পূর্বে মুকুন্দপুর এলাকায়।
পুলিস সূত্রে খবর, মৃতেরা হল পীষূষ, নিখিল ও আশিষ। তাদের সকলেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। বাড়ি, দিল্লির জাহাঙ্গিরপুর এলাকার এইচ ব্লকে। ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন বিকেলে মুকুন্দপুর এলাকা নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের জায়গায় জমা জলের স্নান করতে নামে ওই তিন কিশোর। এরপর যখন সাঁতার কাটার চেষ্টা করে, তখন তলিয়ে যায় তিনজনই! হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে অত্যাধিক বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। ১৯৭৮ সালে বর্ষায় যমুনার জলস্তর ছিল ২০৭.৪৯ মিটার। সেই রেকর্ড ভেঙে গিয়েছে ইতিমধ্যেই। বস্তুত, বৃহস্পতিবার যমুনার জল ঢুকে গিয়েছিল লালকেল্লা। শুক্রবার যমুনার জল ঢুকে পড়েছে সুপ্রিম কোর্টের কাছেও। ডুবেছে রাজঘাট। বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানজটে নাকাল হচ্ছেন বাসিন্দারা। রবিবার পর্যন্ত রাজধানীতে বন্ধ স্কুল-কলেজ।