স্বাধীনতা দিবসের প্রস্তুতির মধ্যেই রাজধানীতে বোমাতঙ্ক! দিল্লির উত্তর-পশ্চিমে একটি বেওয়ারিশ টিফিন কৌটোকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাটির খবর পেয়েই ফাঁকা করে দিয়েছে দিল্লির ওই চত্বরটিকে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ডাকা হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষী (ন্যাশনাল সিকিওরিটি গার্ড )-এর সদস্যদেরও। আপাতত এলাকাটিকে ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীদের একটি দল।
উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীর প্রশান্ত বিহারে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ওই বেওয়ারিশ টিফিন কৌটোটির ব্যাপারে খবর যায় পুলিশের কাছে। এলাকাটি বাজার প্রধান। ওই টিফিন কৌটোটি উদ্ধার হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে রীতিমতো ভিড় ছিল এলাকায়। পুলিশ খবর পেয়েই সেখানে পৌঁছে যায়। এলাকা থেকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় সবাইকে। পুলিশের ধারণা ওই কৌটোটি বোমা হতে পারে।
রোহিণীর ওই এলাকা থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডের একটি দলও ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে রোহিণীর উদ্দেশে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)