কোথাও ভোট শুরুতে দেরি, কোথাও আতঙ্কে ভোটারেরা, পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট ৬.৫২%

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। সোমবার সকাল থেকে দু’টি মৃত্যুসংবাদ এসেছে। নদিয়ায় সিপিএম প্রার্থীর শ্বশুর এবং মুর্শিদাবাদের এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন তাঁরা।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১১:১২

বিজেপি প্রার্থীর দেওরের দেহ উদ্ধার

কৃষ্ণনগরের ধুবুলিয়ায় বিজেপি প্রার্থীর দেওরের পচাগলা দেহ উদ্ধার করা হল। ধুবুলিয়া-২ গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর গ্রামের একটি পাট ক্ষেতে সোমবার সকালে অষ্ট মন্ডলের (৩৭) দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। তিনি বিজেপি কর্মী। তাঁকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১০:৪৭ key status

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ৬.৫২%

নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান বলছে, সোমবার পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ৬.৫২ শতাংশ ভোট পড়েছে। কোনও কোনও কেন্দ্রে ভোট শুরু হতে দেরি হয়েছে। কোথাও আতঙ্কে ঘর থেকে বেরোননি ভোটারেরা। অনেক কেন্দ্রে আবার রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১০:৩৫

প্রসাদপুর এলাকার ১৩০ নম্বর বুথে ভোট কর্মীদের

মুর্শিদাবাদের একাধিক বুথে সোমবার পুনর্নির্বাচনের দিন ভোটপ্রক্রিয়া শুরু হতে দেরি হয়েছে। অব্যবস্থার অভিযোগ এসেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। সমশেরগঞ্জ প্রসাদপুর এলাকার ১৩০ নম্বর বুথে ভোটকর্মীদের প্রায় দু’ঘণ্টা দেরি আসেন। অনেকে ভোট দিতে এসেও দীর্ঘ ক্ষণ অপেক্ষার পর ফিরে গিয়েছেন। এ ছাড়া, ডোমকলের একটি বুথে দীর্ঘ ক্ষণ বিদ্যুৎবিভ্রাটের কারণে ভোটগ্রহণ বন্ধ ছিল। তবে জেলার প্রায় প্রতিটি বুথেই আঁটসাট নিরাপত্তা দেখা গিয়েছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১০:২৮ key status

ভাঙড়ে আইএসএফের ‘রাতপাহারা’য় পুলিশের লাঠি

ভাঙড়ে আইএসএফের জমায়েতে মৃদু লাঠিচার্জ পুলিশের। অভিযোগ, রাতের অন্ধকারে ভাঙড় ২ ব্লকের ডিসিআরসি সেন্টারের অদূরে ‘রাতপাহারা’ দিচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তাঁদের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করতে পারে, এই আশঙ্কায় তাঁরা পাহারা দিচ্ছিলেন। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। তারা মৃদু লাঠিচার্জ করে আইএসএফের জমায়েত উঠিয়ে দেয়। পুলিশের দাবি, আইএসএফ এলাকায় অশান্তির পাকানোর জন্য জড়ো হয়েছিল। সারা রাত এলাকায় পুলিশি টহলদারি চলেছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১০:১৬ key status

ভোটারদের হাতপাখা, লুচি, বিস্কুট

জয়নগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। হাচিমপুরের ৮০/১, ৮০/২ ও ৮১ নম্বর বুথে তৃণমূল, এসইউসিআই এবং নির্দল প্রার্থীদের তরফে সকাল থেকে ভোটারদের হাতপাখা, নানা রকমের খাবার এবং জল দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের কর্মীরা গরমে লাইনে দাঁড়ানো ভোটারদের হাতে হাতে তুলে দিয়েছেন হাতপাখা। এসইউসিআইয়ের তরফে ভোটারদের জন্য লুচি, আলুর তরকারিতে জলখাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া, নির্দল প্রার্থীর তরফে ভোটারদের দেওয়া হচ্ছে বিস্কুট এবং জলের বোতল।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১০:০২ key status

পুনর্নিবাচনের আগে রাতভর বোমাবাজি

পুনর্নিবাচনের আগের রাতে বোমাবাজির অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে রবিবার রাতে পুনর্নিবাচনকে কেন্দ্র করে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। রাতভর এলাকায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। সঙ্গে রয়েছে বাইক বাহিনীর দাপট। আতঙ্কে ভোটারেরা অনেকেই ভোট দিতে যেতে পারছেন না। তাঁদের দাবি, তৃণমূলের বাইক বাহিনী এলাকায় তাণ্ডব চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকলেও আশ্বস্ত হতে পারছেন না অনেকেই। বাহিনী চলে গেলে আক্রমণ হতে পারে বলে ধারণা তাঁদের।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৯:৪৬ key status

রানিনগরের তৃণমূলকর্মীর মৃত্যু

পুনর্নির্বাচনের দিন সকালে ফের মৃত্যুসংবাদ। মুর্শিদাবাদের রানিনগরের তৃণমূলকর্মী সিরাজুল শেখ শনিবার ভোটের দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিয়ে ফেরার পথে তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজুলকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকেরা। সেখানে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। অভিযোগ, ভোট সন্ত্রাসের অভিযোগে রবিবার বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। সেই কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সিরাজুলকে তাই কলকাতায় নিয়ে যাওয়া যায়নি। রাতে আবার মুর্শিদাবাদের হাসপাতালেই ফেরানো হয় তাঁকে। সেখানে গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে ভোটের দিনের সন্ত্রাসের বলি হলেন মোট ১৭ জন (যদিও নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা রবিবার পর্যন্ত ১০)।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৯:৩৮ key status

বিজেপি প্রার্থীর বাড়িতে হুমকি পোস্টার

বিজেপি প্রার্থীর বাড়িতে হুমকি পোস্টার (বাঁ দিকে) পড়ে আছে।

কোচবিহারে বিজেপি প্রার্থীর বাড়িতে পুনর্নির্বাচনের সকালে হুমকি পোস্টার পড়ল। এক নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকার ১৫৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী রেশমি রাণী দে ভৌমিক। সোমবার সকালে দেখা যায়, তাঁর বাড়ির দরজার সামনে কেউ বা কারা হুমকি পোস্টার ফেলে গিয়েছেন। সাদা কাগজে লাল কালি দিয়ে তাতে লেখা আছে, ‘‘গেলে গলা কাটা হবে, সাবধান’’। পোস্টারটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ৮.১৫ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৯:২৭ key status

নদিয়ায় বোমার আঘাতে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্যু

পঞ্চায়েত ভোটের মৃত্যুমিছিল থামছে না। সোমবার পুনর্নির্বাচনের দিন আরও এক মৃত্যুসংবাদ এল। নদিয়ায় সিপিএম প্রার্থী শ্বশুরের মৃত্যু হয়েছে। মৃতের নাম শুকুর আলি শেখ। শনিবার ভোট চলাকালীন হিংসার জেরে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন তিনি। দু’দিন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার পর তাঁর মৃত্যু হল। এই নিয়ে ভোটের দিনের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ (যদিও নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা রবিবার পর্যন্ত ১০)।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৯:০৮ key status

কাঁদতে কাঁদতে আবার ভোট

পুত্রকে হারিয়েছেন ভোটের কারণেই। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১১৩ নম্বর বুথে সোমবার আবার ভোট দিতে এলেন নিহত তৃণমূলকর্মী আনিসুর ওস্তাগারের মা আমিনা ওস্তাগার। শনিবার বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুরের। সোমবার সকালে বুথে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। পরিবারের তরফে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। এই বিদ্যালয়ের ১০৩ নম্বর বুথেও পুনর্নির্বাচন চলছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৮:৫২

ব্যালটে জল! সেই বুথে ভোট শুরু হতে দেরি

পশ্চিম বর্ধমানের জামুরিয়া চিচুড়িয়া পঞ্চায়েতের ডাহুকা গ্রামের ৪২/১৭৭ নম্বর বুথে পুনর্নির্বাচন শুরু হতে দেরি হয়েছে। সোমবার সকাল ৭টার পরিবর্তে ৮টা নাগাদ এই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোটকর্মীরা জানান, কাগজপত্র আসতে দেরি হওয়ায় ভোট শুরু হতে দেরি হয়েছে। এই বুথে শনিবার ছাপ্পা ভোটের অভিযোগে ব্যালট বাক্সে গ্রামের মহিলারা জল ঢেলে দিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে ভোট।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৮:৪২ key status

পোলিং এজেন্ট নেই, থমকে ভোট

আরামবাগের হিয়াতপুর এলাকার ২৬২ এবং ২৬২কে বুথে নতুন করে নির্বাচন হচ্ছে। সোমবার সকাল থেকে বুথের সামনে লম্বা লাইন পড়েছে। ভোট দিতে এসেছেন অনেকেই। কিন্তু এখনও ভোট শুরু করা যায়নি ওই দু’টি বুথে। কারণ বুথে কোনও দলের পোলিং এজেন্টরাই এসে পৌঁছননি। কড়া নিরাপত্তায় মুড়েছে এলাকা।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৮:১৯ key status

শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সবং

পুনর্নির্বাচন শুরুর আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল সবং। রবিবার রাতে সবংয়ের দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি বাজার এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তারা একে অপরের উপর বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এই সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁরা সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার তৃণমূলকর্মী তপন কুমার শিটের অভিযোগ, তাঁদের অতর্কিতে আক্রমণ করেন দাঁদরার অঞ্চল সভাপতি আজাদ আলি খান আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সকলকে। অন্য দিকে, আজাদের কর্মীদের অভিযোগ, চায়ের দোকানে তাঁদের উপর বিনা প্ররোচনায় হামলা হয়েছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৮:০২ key status

অশান্তির বুথে মহিলাদের ভিড়

বারুইপুরের বুথে সকাল থেকে মহিলাদের ভিড়।

বারুইপুর পূর্বের বেগমপুর পুরী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথে শনিবার ভোট চলাকালীন অশান্তি হয়। এই বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে পুলিশ পুকুর থেকে তা তোলে। সেই বুথে সোমবার সকাল থেকে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে। মহিলা ভোটারদের সংখ্যা সেখানে চোখে পড়ার মতো। বুথটিতে শুধু গ্রামসভার ভোট হচ্ছে।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০৭:৪৭ key status

কোন জেলার ক’টি বুথে পুনর্নির্বাচন

মুর্শিদাবাদের ১৭৫টি বুথ, মালদহের ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথ, কোচবিহারের ৫৩টি বুথ, উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথ, পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথ, হুগলির ২৯টি বুথ, দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, জলপাইগুড়ি এবং বীরভূমের ১৪টি করে বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথ, হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে বুথ, পশ্চিম বর্ধমানের ৬টি বুথ, পুরুলিয়ার ৪টি বুথ, পূর্ব বর্ধমানের ৩টি বুথ এবং আলিপুরদুয়ারের ১টি বুথে সোমবার পুর্নির্বাচন হচ্ছে। ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচন হচ্ছে না।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০১:০৯ key status

এক সেকশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট!

রাজ্যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। রবিবার কমিশন জানিয়েছিল, প্রতি বুথে হাফ সেকশন অর্থাৎ চার জন জওয়ান মোতায়েন থাকবে। পরে বিএসএফ জানিয়েছে, প্রতি বুথে মোতায়েন করা হবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০১:০৩ key status

শীর্ষে মুর্শিদাবাদ

সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদে। ভোটের দিন যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সোমবার এই জেলারই সবচেয়ে বেশি বুথে আবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে, ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে ভোট ঘিরে হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ০০:৫৫ key status

৬৯৬ বুথে পুনর্নির্বাচন

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন শুরু হয়েছে। সব মিলিয়ে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.