এমনই বিশ্ববিদ্যালয় যেখানে পছন্দমতো ডিগ্রি কিনতে পাওয়া যায়! দেখেশুনে বেছে নিলেই হল। চাইলে বিনা আয়াসেই একদিনও ক্লাস না করে এমবিএ হতে পারবেন যে কেউ। তবে পছন্দের ডিগ্রি কিনতে চড়া দামও দিতে হবে। গত চার বছর শিক্ষা নিয়ে এমনই ব্যবসা ফেঁদে বসেছিলেন এক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এক প্রাক্তন উপাচার্যকে গ্রেফতার করল পুলিশ। শিক্ষাপ্রদানের বদলে তাঁরা অর্থের বিনিময়ে ‘ছাত্রছাত্রী’দের ডিগ্রি বিক্রি করছিলেন।
ঘটনাটি ভোপালের। বিশ্ববিদ্যালয়টির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিশ্ববিদ্যালয়। ঘটনাচক্রে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির সর্বপল্লী (যাঁর নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ)র জন্মদিনেই আবার দেশের শিক্ষক দিবস পালিত হয়।
ভোপালের এই ঘটনাটি প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ২০১৭ সাল থেকে ডিগ্রির এই ব্যবসা চলছিল বিশ্ববিদ্যালয়টিতে। ইতিমধ্যেই ১০১ জনকে ডিগ্রি বিক্রিও করেছেন তাঁরা। বিক্রি করা ডিগ্রির মধ্যে রয়েছে বিএসসি, বিটেক, বিই এমনকি, এমবিএ-র মতো স্নাতকোত্তর ডিগ্রিও।