Deepesh Bhan Death: ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতার, বয়স মাত্র ৪১ বছর!

ফের দুঃসংবাদ টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে। চলে গেলেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা দীপেশ ভান। মালখান হিসাবেই তাঁকে চেনে হিন্দি টেলিভিশনের দর্শকরা। শুভাঙ্গী আত্রে অভিনীত সোনি সবের জনপ্রিয় মেগা  ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর সুবাদে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন দীপেশ। 

জানা গিয়েছে,দাহিসরে নিয়ের বিল্ডিং-এর নীচেই ক্রিকেট খেলছিলেন অভিনেতা, সেই সময় আমচাকই অসুস্থবোধ করেন। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী অভিনেতা। সিরিয়ালের প্রযোজক বিনাইফের কোহলি জানান, ‘মাত্রাতিরিক্ত’ শরীর-চর্চার পর সেটে আসছিলেন অভিনেতা। মাঝপথেই ক্রিকেট খেলতে শুরু করেন অভিনেতা। জানা গিয়েছে, দীপেশের নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে হৃদরোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। 

‘ভাবিজি ঘর পর হ্যায়’র পাশাপাশি ‘মে আই কাম ইন ম্যাডাম’, ‘এফআইআর’-এর মতো জনপ্রিয় শো-এর অংশ থেকেছেন দীপেশ। এদিন কবিতা কৌশিক সহকর্মীর মৃত্যুর প্রসঙ্গে জানান, ‘আমি ভাবতেই পারছি না! শোকস্তব্ধ দীপেশের এই অকালে চলে যাওয়ার খবরে। কত বয়স ওর? ৪১!  এফআইআরের অন্যতম প্রধান মুখ, ফিটফাট একজন মানুষ- ওর কোনও নেশা ছিল না। মদ-সিগারেটে হাত লাগাত না জানেন!’

২০১৯ সালে বিয়ে করেছিলেন দীপেশ, তাঁর মাত্র ১৮ মাস বয়সী এক শিশুপুত্র রয়েছে। দীপেশের সহ-অভিনেতা বৈভব মাথুর জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত একসঙ্গে ‘ভাবিজি ঘরপর হ্যায়’র শ্যুটিং করেছেন দীপেশ। শনিবার ক্রিকেট খেলতে গিয়ে নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.