দক্ষিণ পূর্ব রেলের হাওড়া- খড়্গপুর শাখায় প্রথম যাত্রীবাহী ট্রেন চালাচ্ছেন এক মহিলা। বিজয়া দশমীর পরদিন থেকেই হাওড়া- মেদিনীপুর- হাওড়া লাইনে ইএমইউ লোকাল ট্রেন চালানো শুরু করেছেন দীপান্বিতা দাস। বুধবার প্রথম তিনি সকাল ৬.২০ মিনিটে মেদিনীপুর স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেন চালিয়ে নিয়ে যান। সেদিন থেকে প্রতিদিনই ইএমইউ চালাচ্ছেন।
দীপান্বিতা দাস জানিয়েছেন, ট্রেন চালানো মহিলাদের কাছে খুব একটা কঠিন কাজ নয়, ভয়েরও কিছু নেই। তবে ট্রেনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন, তাই দায়িত্ব অনেকটাই বেশি। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- খড়্গপুর ডিভিশন সূত্রে জানা গেছে, এই শাখায়
দীপান্বিতাদেবীই প্রথম মহিলা হিসাবে যাত্রীবাহী ইএমইউ লোকাল ট্রেন চালাচ্ছেন। এর আগে তিনি দশ বছর মালগাড়ি চালিয়েছেন। তারপরেই প্রশিক্ষণ নিয়ে যাত্রীবাহী ট্রেন চালানো শুরু করেছেন।
খড়্গপুর শহরের বাসিন্দা দীপান্বিতার মাধ্যমিক পরীক্ষার্থী এক মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্র এক ছেলে রয়েছে। স্বামীও রেলে চাকরি করেন। ভোরে ওঠে সবার জন্য রান্না করে খাইয়ে কাঁধে ব্যাগ নিয়ে পৌঁছে যান স্টেশনে। ধরেন রেল গাড়ির স্টিয়ারিং।