“বাবার পাপের ফল ভোগ করতে হচ্ছে মেয়েকে। সে কিছুই জানত না। সে সরল।” তৃণমূলের জেলা সভাপতি, গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে নিয়ে এমনই মন্তব্য করলেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর।
বুধবার সকালে তিনি সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মায়ের পুজো দেন। সেখানেই তার সঙ্গে মিলিত হন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। দু’জনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। দুধকুমারবাবু নির্বাচনে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। এরপরেই সাঁইথিয়ার লাউতোরে দলীয় কার্যালয়ে বৈঠক করেন।
দেওয়াল লেখেন দেবাশিসবাবু। তিনি বলেন, “দুধকুমার মণ্ডল আমার দাদার মতো। উনি আমার পাশে থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন”। বীরভূম লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দুধকুমার মণ্ডলের নামও শোনা যাচ্ছিল, এই প্রশ্নে দেবাশিস ধর বলেন, “দেখুন প্রার্থী ঠিক হয় দিল্লি থেকে। ফলে এখানে কারও হাত থাকে না। প্রার্থী না হওয়ায় দুধকুমার মণ্ডলের কোনো দুঃখ নেই। সেকথা তিনি আমাকে জড়িয়ে ধরে জানিয়েছেন”।
সাঁইথিয়ার কর্মসূচি সেরে এদিন বিকেলে চলে যান মুরারইয়ে। প্রথমে মুরারইয়ের একটি বেসরকারি লজের সভাকক্ষে কর্মীদের নিয়ে বৈঠক করেন। তারপর মুরারই স্টেশন সংলগ্ন রক্ষাকালী মন্দিরে পুজো দেন”।