ব্যবধান দিন চারেকের। বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। কত? ৪ শতাংশ। ৩৮ শতাংশের বদলের এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও।
বকেয়া ডিএ দাবিতে যৌথ মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। স্কুল, কলেজ-সহ বিভিন্ন সরকারি অফিসে যখন কর্মবিরতি পালন করলেন তাঁরা, তখন ডিএ আরও বেড়ে গেল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। এবছরের ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যাঁরা চাকরি করেন, তাঁদের ডিএ বাড়ে বছরে দু’বার। একবার জুলাইয়ে, আর একবার জানুয়ারিতে। সেক্ষেত্রে নতুন বছরে শুরুতে সুখবর আসতে পারে, সেই প্রত্যাশা ছিলই। তখন ডিএ ছিল ৩৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে ৪ শতাংশ হারেই কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। এমনকী, অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ বাবদ প্রাপ্য টাকা পেয়েও গিয়েছিলেন তাঁরা।