Cyclone Sitrang Landfall in Sundarbans: সিত্রাং-এর ল্যান্ডফল হতে পারে সুন্দরবনে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দুই ২৪ পরগনায়

1/5আজ সকালেই দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হল সিস্টেমটি। রবিবার সকালে পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সেটি অতি গভীর নিম্নচাপের আকার নিতে পারে।

2/5খুব সম্ভবত অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সিস্টেমটি উত্তর দিকে বাঁক নেবে। অতি গভীর নিম্নচাপটি কালীপুজোর সকালে পশ্চিম-মধ্য ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

3/5মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছাবে ঘূর্ণিঝড় সিত্রাং। ভারতীয় মৌসম ভবনের ঘূর্ণিঝড় নজরদারি বিভাগের প্রধান আনন্দকুমার দাসের কথায়, বিভিন্ন মডেল থেকে ইঙ্গিত মিলছে যে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। পশ্চিমবঙ্গেও নিশ্চিতভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বলে জানান আনন্দ দাস।

4/5২৪ অক্টোবর থেকে ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে। তবে ‘সিত্রাং’ ততটাও মারাত্মক হবে না বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের ঘূর্ণিঝড় নজরদারি বিভাগের প্রধান। তিনি জানান, বঙ্গোপসাগরের যেখানে সিত্রাং তৈরি হচ্ছে, সেই অঞ্চলে বর্তমানে বৃষ্টি হচ্ছে। তার ফলে সিত্রাং সম্ভবত অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে না।

5/5মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং। সেইসময় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড় হতে পারে। দমকা হাওয়ার বেগ ১১০ কিমিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। বুধবার ভোরে ঘূর্ণিঝড়ের গতিবেগ কিছুটা কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.