Cyclone Mocha: ল্যান্ডফল ১৩০ কিলোমিটার বেগে, জেনে নিন ঘূর্ণিঝড় মোকা সম্পর্কে ৪ তথ্য

গভীর নিম্নচাপ আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিল মোকা। বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে সেটি অতি প্রবল ঘুর্নিঝড়ের রূপ নেবে। সর্বশেষ প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুযায়ী মোকার সর্বশেষ অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার, কক্স বাজার থেকে ১৩২০ কিলোমিটার এবং মায়ানমারের ক্যুক প্যু থেকে ১২২০ কিলোমিটার দূরে। সমুদ্র পথে ঘন্টায় ১৭ কিলোমিটার বেগে এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। আগামিকাল অর্থাৎ ১২ মে মধ্যরাত পর্যন্ত এটি ক্রমাগত শক্তি সঞ্চয় করবে। ১৩ মে ভোরের পর কিছুটা শক্তিক্ষয় হবে। শক্তি হ্রাস পাওয়া অবস্থাতেই সে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোতে থাকবে। শক্তি হ্রাস হলে তার এগোনোর গতিবেগ বাড়বে। ১৪ মে দুপুরের আগেই ১১০-১২০ কিলোমিটার বেগে এটির সম্ভাব্য ল্যান্ডফল হবে। সেই সময় হাওয়ার গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সতর্কবার্তা

বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ আবহাওয়া দপ্তরের।

কলকাতায়

জলীয় বাষ্প কমবে। শুষ্ক হবে আবহাওয়া। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী দু দিন। ৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।  অর্থাত্ তাপপ্রবাহ আরও দু দিন । আজও গরমে নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.