আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার সন্ধেয় সেটি গুজরাটের কচ্চের জাখুয়া বন্দরের কাছে আছড়ে পড়তে পারে।
2/5
পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হয়েছে সেনা ও সব ধরনের বিপর্যয় মোকাবিলা দলগুলিকে। ইতিমধ্যেই গুজরাটের ৭৫টি ট্রেন বাতিল করা হয়েছে।
3/5
পরিস্থিতির কথা মাথায় রেখে গুজরাটের সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার মানুষকে। ইতিমধ্যেই ওইসব জায়গায় বিপর্যয় মোকাবিল দলকে নামিয়ে দেওয়া হয়েছে। যেসব মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৮ হাজার মানুষকে কচ্ছের বিভিন্ন জায়গার আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্যদের রাখা হয়েছে জুনাগড়, জামনগর, পোরবন্দর, মোরবি, দ্বারকা ও রাজকোটের আশ্রয় শিবিরে।
4/5
গুজরাট ও মহারাষ্ট্রে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ৩৩টি টিম। দিউতেও তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। গোটা ঘটনার উপরে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর তেলঙ্গানা সফর বাতিল করেছেন।
5/5