Cyclone Asani Latest Updates: উপকূলের আরও কাছে পৌঁছল অশনি, এখন কোথায় অবস্থান ঘূর্ণিঝড়ের?

1/4গভীর রাতে করা মৌসম ভবনের টুইট অনুযায়ী, পশ্চিমকেন্দ্রীয় এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আসানি’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এটি পশ্চিমকেন্দ্রীয় এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয়েছে। কাকিনাডার (অন্ধ্রপ্রদেশ) ৩৩০ কিমি দক্ষিণ-পূর্বে, বিখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়। (HT_PRINT)

বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে অশনি। বারবার বাঁক নেওয়ায় এই ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ওড়িশার চব্বি উপকূলের দিকে বাঁক নিয়ে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি। (PTI)
2/4বঙ্গোপসাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে অশনি। বারবার বাঁক নেওয়ায় এই ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ওড়িশার চব্বি উপকূলের দিকে বাঁক নিয়ে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি। (PTI)
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।  (PTI)
3/4ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।  (PTI)
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ (PTI)
4/4এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.