Cyclone Asani Latest Update: আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি খুইয়ে ফেলবে ‘অশনি’, উপকূলের দূরেই পরিণত হবে ঘূর্ণিঝড়ে

1/3ভারতীয় মৌসম ভবনের রাত ৯ টা ৩০ মিনিটের বুলেটিন অনুযায়ী, বিকেল ৫ টা ৩০ মিনিটে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে অশনি। যা শেষ ছ’ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগিয়ে এসেছে। (ছবি সৌজন্যে পিটিআই)

আপাতত কাকিনাড়ার দক্ষিণ-পূর্বে ৩৬০ কিলোমিটার. বিশানাপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩৭০ কিলোমিটার, গোপালপুরের দক্ষিণে ৫২০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি। (ছবি সৌজন্যে পিটিআই)
2/3আপাতত কাকিনাড়ার দক্ষিণ-পূর্বে ৩৬০ কিলোমিটার. বিশানাপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩৭০ কিলোমিটার, গোপালপুরের দক্ষিণে ৫২০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি। (ছবি সৌজন্যে পিটিআই)
মঙ্গলবার রাত পর্যন্ত তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোসাগরে পৌঁছাবে। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি খুইয়ে ফেলবে। পরিণত হবে ঘূর্ণিঝড়ে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/3মঙ্গলবার রাত পর্যন্ত তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোসাগরে পৌঁছাবে। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি খুইয়ে ফেলবে। পরিণত হবে ঘূর্ণিঝড়ে। (ছবি সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.