1/6উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংয়ের দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারীবৃষ্টি হবে আজ। এতে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা রয়েছে সিকিমেও। নীচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা আছে। কয়েকটি এলাকায় হড়পা বানের আশঙ্কা আছে। নদীর জলস্তর বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। (ছবি – পিটিআই)
2/6কলকাতায় আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে আকাশ মেঘলা হবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি নামতে পারে। (ছবি সৌজন্যে রয়টার্স)
3/6উল্লেখ্য, অক্টোবরের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টির আশঙ্কার কথা নির্দেশ করছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম।
4/6যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। (ছবি – ফেসবুক)
5/6ঘূর্ণিঝড় এলে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যেতে পারে বলে আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6এদিকে আজ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। মঙ্গল ও বুধবার কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে।