আগামী এক সপ্তাহ খাওয়ার প্রয়োজন নেই প্যাট কামিন্সের। প্রথম বার বিরিয়ানি খাওয়ার পর এমনটাই মনে করছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। শনিবার সপরিবার বিরিয়ানি খেলেন কামিন্স। বিশ্বকাপজয়ী অধিনায়ক দারুণ খুশি দক্ষিণ ভারতীয় বিরিয়ানি খেয়ে।
এ বারের আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। সাড়ে ২০ কোটি টাকা দিয়ে তাঁকে নিলামে দলে নিয়েছে তারা। কামিন্সের পরিবার ভারতে এসেছে। তার বন্ধুরাও এসেছে। সকলকে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন কামিন্স। হায়দরাবাদের এক বিখ্যাত রেস্তরাঁয় বিরিয়ানি খেয়ে কামিন্স বলেন, “পরিবারের সঙ্গে হায়দরাবাদে দারুণ একটা দিন কাটালাম। প্রথম বার ওরা ভারতে এসেছে। তাই বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আগামী এক সপ্তাহ আমাদের খেতে হবে না।”
হায়দরাবাদের বিরিয়ানি বিখ্যাত। সেখানে গেলে অনেকেই এই খাবারে মেতে ওঠেন। যদিও ভারতের আরও কয়েকটি শহরের বিরিয়ানি বিখ্যাত। সেই তালিকায় কলকাতা এবং লখনউ রয়েছে। তিনটি শহরের বিরিয়ানির স্বাদ একেবারেই আলাদা।
আইপিএলে হায়দরাবাদ তৃতীয় স্থানে রয়েছে। আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা। হায়দরাবাদের ব্যাটারেরা দুরন্ত ফর্মে রয়েছেন। ট্রেভিস হেডদের দাপটে বার বার ২০০-র উপরে রান তুলছে তারা।