এলাকার বীর সন্তান গোপীনাথকে শেষ বিদায় জানাতে ভালুকা শ্মশানে উপচে পড়া ভিড় গ্ৰামবাসীদের। আজ দুপুরে বিষ্ণুপুরের বাঁকাদহ পঞ্চায়েত এলাকার ভালুকা গ্ৰামের শ্মশানে নিহত সেনানীর শেষ কৃত্য সম্পন্ন হয়।
সিকিমের চাটেন থেকে থাংগু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। কনভয়ে থাকা ২০জন জওয়ানের মধ্যে ১৬জন ঘটনাস্হলেই প্রাণ হারায়। তাদের মধ্যে অন্যতম ভালুকা গ্ৰামের গোপীনাথ মাকুড়। গতকাল গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ বিমান যোগে গোপীনাথের কফিন বন্দি দেহ বিমানবন্দরে এসে পৌঁছনোর পর সেনাবাহিনীর বিশেষ গাড়িতে করে ভালুকা গ্ৰামে এসে পৌছায়। আজ দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করার পর তার পরিবারের পক্ষ থেকে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
২০০১ সালে সেনাবাহিনীতে যোগদান করে গোপীনাথ। বাড়িতে মা বাবা, স্ত্রী, ১২ বছরের একমাত্র পুত্র, ভাই ও ভ্রাতৃবধূ রয়েছে বাড়িতে।তারা কেউই কথা বলার মতো অবস্থায় নেই।পরিবার সূত্রে জানা গেছে, একমাত্র পুত্রের লেখাপড়ার জন্য বাঁকুড়া শহরের কবরডাঙায় বাড়ি ভাড়া নিয়েছেন, শহরে নতুন বাড়ি তৈরী করেছেন। আগামী মার্চ মাসে গৃহপ্রবেশের কথা ছিল। ঐ সময় তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেঙে চুরমার। এই কথাই এখন মুখে মুখে ঘুরছে সারা ভালুকা গ্ৰাম জুড়ে।