জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপি জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। জয়ী প্রার্থীর ছেলে থানায় অভিযোগ করেছিলেন মায়ের অপহরণের। সেই মামলার মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বঞ্চের ডিভিশন বেঞ্চে শুনানি হল। বিচারপতি হরিষ ট্যান্ডেল পুলিশকে নির্দেশ দিয়েছেন বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে বিজেপির জয়ী প্রার্থীকে আদালতে হাজির করতে হবে। পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করল
আদালত।
জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৯ টি। এর মধ্যে বিজেপি ১৫টি, তৃণমূল ১২টি ও নির্দল ২টি আসনে জয়ী হয়। ৩১ জুলাই বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমা রায়ের স্বামী অমর কুমার রায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের এসটি, এসসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। শাসক দলের উন্নয়নের কাজে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি। বিজেপির অভিযোগ, বলপূর্বক বিজেপির জয়ী প্রার্থী পূর্ণিমাকে আটকে রেখে গ্রাম পঞ্চায়েত দখল করার চেষ্টা করছে তৃণমূল।
এদিন মামলাকারী পক্ষের আইনজীবী গোবিন্দ ঘোষ বলেন, “আমরা মামলা করেছিলাম। আদালতে এ দিন মামলাটির হেয়ারিং হয়েছে। কোতোয়ালি থানায় আইসিকে নির্দেশ দেওয়া হয়েছে জয়ী প্রার্থীকে হাজির করাতে হবে আদালতে। সাত দিন ধরে নিখোঁজ ওই মহিলা জয়ী প্রার্থী।”
অপর আইনজীবী দেবায়ণ গোস্বামী বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আদালত জানায়নি। আগে অভিযোগকারী ছেলের মাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। নিখোঁজ থাকা মহিলার বক্তব্য শুনে তারপর সিদ্ধান্ত জানাবে আদলত।”
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, “প্রার্থীকে আদালতের হাজির করতে বলা হয়েছে সার্টিক বেঞ্চ থেকে।”