Cristiano Ronaldo, FIFA Best Mens Player Award 2023: বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপে থাকলেও ব্রাত্য রোনাল্ডো

 বর্ষসেরা ফুটবলারদের মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা (FIFA)। ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় চমক হল, তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম নেই। তবে তালিকায় রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) থেকে গত ব্যালন ডি’ওর (Ballon D’Or) জয়ী করিম বেঞ্জেমার (Karim Benzema) নাম। পুরুষ ও মহিলা দুই বিভাগের বর্ষসেরা প্লেয়ার, কোচ, গোলকিপার এবং বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষসেরা বাছাইয়ে চলবে পাবলিক ভোটিং পর্ব। দুই বিশেষজ্ঞের প্যানেলের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরার মনোনীতদের তালিকা। 

পুরুষদের বর্ষসেরা ফুটবলারদের তালিকায় মেসি ছাড়াও তালিকায় নাম রয়েছে জুলিয়ান আলভারেজের। কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্সের কিলিয়ান এমবাপের (Karim Benzema) সঙ্গে ‘দ্য বেস্ট’-এর দৌড়ে রয়েছেন বেঞ্জেমা। পাশাপাশি রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইপিএলে সাড়া ফেলে দেওয়া নরওয়ের তারকা এর্লিং হালান্ড (Erling Haaland), পোল্যান্ডের রবার্ট লেয়নডস্কি (Robert Lewandowski)। ব্রাজিলের দুই মুখ নেইমার (Neymar Jr) ও ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Junior)। সঙ্গে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (Luka Modric) এবং বিশ্বকাপে মরক্কোর আচরাফ হাকিমির (Achraf Hakimi) নাম রয়েছে।  

এরসঙ্গে তালিকায় যোগ হয়েছে সাদিও মানে, মহম্মদ সালাহ, জুড বেলিংহ্যামের নাম। তবে বাদ পড়েছেন পর্তুগালের মহাতারকা রোনাল্ডো, যা ফুটবল দুনিয়াকে অবাক করেছে। কাতারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় পর্তুগাল। বিশ্বকাপের পরেই সৌদি আরবের আল নাসরের সঙ্গে রেকর্ড অঙ্কে চুক্তিবদ্ধ হন পাঁচবারের ব্যালন ডি’অর ও দুই বারের ‘দ্য বেস্ট’ বিজেতা। বর্ষসেরার তালিকায় পর্তুগিজ তারকার নাম না থাকায় অবাক রোনাল্ডো অনুরাগীরা।

এদিকে, ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে কার্লো অ্যান্সেলোত্তি, দিদিয়ের দেশঁ, পেপ গুয়ার্দিওলার সঙ্গে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় নাম রয়েছে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগিয়ের নামও। বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এডারসন। পুসকাস পুরস্কারের দৌড়ে নাম রয়েছে কিলিয়ান এমবাপে, রিচার্লিসনের সঙ্গে মারিও বালোতেল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.