‘অপরাধীরাও আমার মতো ঘুমহারা হোক’, আরজি করের প্রতিবাদে গিয়ে বললেন নির্যাতিতার মা

অগস্টের ১৪ তারিখ আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাতে পথের দখল নিয়েছিল স্লোগান, মশাল, মিছিল। সেই ডাক ছিল সমাজমাধ্যমে হওয়া পোস্টে। এ বার সরাসরি কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচি পালিত হচ্ছে আরজি করে। প্রথমে আহ্বান ছিল, সবাই যেন ঘরের বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানান। পরে তা বদলে যায়। মোমের আলোয় আলোর পথ তৈরি করার ডাক আসে বিভিন্ন মহল থেকে। তাতে সায় দেয় জুনিয়ার চিকিৎসকদের দলও।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২ key status

ক্ষোভ উগরে দিলেন কাকা-কাকিমাও

নির্যাতিতার কাকা এবং কাকিমাও বুধবার রাতে আরজি করে এসেছেন। ঘটনার দিনের অভিজ্ঞতার কথা জানান তাঁরা। ক্ষোভ উগরে দেন পুলিশের ভূমিকায়। নির্যাতিতার কাকিমা জানিয়েছেন, যত ক্ষণ না তাঁদের মেয়ের দেহ দাহ করা হচ্ছে, তার আগে পর্যন্ত তাঁদের ঘিরে রেখেছিল পুলিশ। ৩০০-৪০০ পুলিশ পরিবারকে আটকে রেখেছিল বলে অভিযোগ। 

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৯ key status

কী বললেন নির্যাতিতার বাবা-মা

আরজি করে গিয়ে নির্যাতিতার বাবা কয়েকটি প্রশ্ন তোলেন। বলেছেন, ‘‘হাসপাতালের তরফে কী ভাবে বলা হল, আমার মেয়ে আত্মহত্যা করেছেন? সে দিন মেয়ের মুখ দেখতে আমাদের সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। ওর মা ওদের হাতে-পায়ে ধরেছেন। কেন ময়নাতদন্ত করতে দেরি হল? রাত পৌনে ১২টায় কেন এফআইআর হল? পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল?’’

তিনি আরও বলেন, ‘‘আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। আমরা সেখান থেকে ফিরে যাই। দেহ দাহ করতে দিতে বাধ্য হই আমরা। শ্মশানের টাকাও নেওয়া হল না আমার থেকে। আমার মেয়ে জানল, বাপি এই টাকাটাও দিতে পারল না! সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যা বলছে পুলিশ।’’

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩ key status

নির্যাতিতার বাবা-মা আরজি করে

আরজি করে গিয়ে নির্যাতিতার বাবা এবং মা নিজেদের বক্তব্য জানাচ্ছেন। নির্যাতিতার মা বলেন, ‘‘আমি চাই, অপরাধীরাও আমার মতো ঘুমহারা হোক। যত দিন বিচার না পাচ্ছি, আন্দোলন চলুক।’’

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬ key status

মেদিনীপুরেও প্রতিবাদ

প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে জেলাতেও। মেদিনীপুরের রাস্তায় বুধবার রাতে প্রতিবাদে শামিল হয়েছেন বহু মানুষ। 

মেদিনীপুরের রাস্তায় প্রতিবাদ চলছে।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩ key status

শ্যামবাজারে প্রতিবাদ

শ্যামবাজার চত্বরেও জমায়েত হয়েছে। সমাজের সব স্তরের মানুষ ভিড় করেছেন বিচারের দাবিতে।

আরজি কর হাসপাতালের বাইরে প্রতিবাদ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০ key status

আরজি কর চত্বরে মোম জ্বেলে প্রতিবাদ

আরজি করের বাইরে হাতে মোমবাতি নিয়ে স্লোগান দিচ্ছেন প্রতিবাদীরা। হাসপাতালের বাইরের ভিড়ে অধিকাংশই মহিলা।

আরজি কর হাসপাতালের বাইরে প্রতিবাদ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯ key status

গড়িয়াহাটে প্রতিবাদ

বুধবার রাতে গড়িয়াহাটে প্রতিবাদে নাগরিক সমাজের জমায়েত।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭ key status

আরজি করে শ্রদ্ধাঞ্জলি

আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা ধর্নামঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন। বিচার চেয়ে গান গাইছেন চিকিৎসকেরা।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬ key status

বিচার চায় শিশুরাও

আরজি কর আন্দোলনে সমাজের সর্বস্তরের সব বয়সের মানুষ শামিল। বুধবার রাতে সিঁথির মোড়ে।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪ key status

যাদবপুরে জমায়েত

যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে প্রতিবাদীদের জমায়েত।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩ key status

প্রতিবাদে সিঁথির মোড়

আরজি করের ঘটনার প্রতিবাদে সিঁথির মোড়ে জমায়েত। বুধবার রাতে।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪২ key status

দক্ষিণেশ্বরে প্রতিবাদ

দক্ষিণেশ্বরে বুধবার রাতের প্রস্তুতি।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৮ key status

নীরবতা পালন

আরজি করে নির্যাতিতার স্মরণে নীরবতা পালন করা হল। দু’মিনিট নীরবতা পালন করেন চিকিৎসকেরা। এর পর ‘আগুনের পরশমণি’ গান ধরেছেন প্রতিবাদীরা।

আরজি করে প্রতিবাদ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৭ key status

নির্যাতিতার বাবা-মাও প্রতিবাদে শামিল

আরজি কর হাসপাতালে প্রতিবাদে শামিল হয়েছেন নির্যাতিতার বাবা, মা এবং পরিবারের সদস্যেরা। মোমবাতি হাতে নিয়ে ‘বিচার চাই’ স্লোগানে গলা মেলাচ্ছেন তাঁরা।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫ key status

কলকাতা জুড়ে আলো নিভিয়ে প্রতিবাদ

কলকাতা জুড়ে প্রতিবাদ চলছে। বুধবার রাতে শহরের বিস্তীর্ণ অংশের আলো নিভে গিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৭ key status

আলো নিভল আরজি করে

আরজি কর হাসপাতালে ধর্নামঞ্চের সামনে আলো নেভালেন জুনিয়র চিকিৎসকেরা। ঠিক রাত ৯টায় কর্মসূচি শুরু করলেন তাঁরা। আলো নিভিয়ে জ্বালানো হয়েছে মোমবাতি এবং প্রদীপ।

আরজি করে প্রদীপ জ্বেলে প্রতিবাদ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯ key status

আরজি করে জ্বলছে মোমবাতি

আরজি করের জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হচ্ছে। এই ভবনেরই চার তলা থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল।

প্রদীপ দিয়ে আরজি কর চত্বরে চলছে স্লোগান লেখা।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৬ key status

মোতায়েন পুলিশও

আরজি কর এবং শ্যামবাজার চত্বরে কর্মসূচিকে ঘিরে পুলিশও প্রস্তুত। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

প্রদীপ দিয়ে আরজি কর চত্বরে চলছে স্লোগান লেখা।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৫ key status

রাত ৯টা থেকে কর্মসূচি

আরজি কর চত্বরে চিকিৎসকদের কর্মসূচিতে শামিল হয়েছেন সাধারণ মানুষও। রাত ৯টা থেকে কর্মসূচি শুরু হবে। ১০টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে চলবে অবস্থান বিক্ষোভ।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ key status

প্রতিবাদের প্রস্তুতি

আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ফুল-মালা দিয়ে সাজানো হয়েছে প্রতীকী ছবি। জ্বালানো হয়েছে মোমবাতি। 

আরজি কর হাসপাতালে প্রতিবাদের প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.