গ্রুপ ডির পর এবার গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩৫০ জনকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে বেআইনি ভাবে চাকরিপাওয়া ওই ব্যক্তিদের বেতনের সমস্ত টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন গ্রুপ সি নিয়োগ দুর্নীতির অভিযোগ সিবিআইকে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই অধিকর্তাকে অনুসন্ধানে নজরদারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বেআইনিভাবে নিযুক্তদের বেতনের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। টাকা তারা ফেরত দিয়েছেন কি না তা দেখবেন ডিআই। কেউ টাকা ফেরত না দিলে কড়া আইনি পদক্ষেপ করা হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
ওদিকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত কমিটির অদক্ষতায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আদালতের নির্দেশের পরেও রিপোর্ট পেশ না করায় ওই কমিটি ভেঙে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় ডিআইকে তদন্ত করে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত। এই মামলায় আগামী ১৬ মার্চের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলায় ইতিমধ্যে ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার।