গোয়ালতোড় থানার ধবাশোল গ্রামে বজ্রাঘাতে জখম দম্পতির শনিবার রাতি বাঁকুড়া জেলা হাসপাতাল মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সুকুমার মুর্মু (২৮) ও যশোদা মুর্মু (২৩)।
জানাগেছে, শনিবার দুপুরে মাঠে কাজ করার সময় ভারি বৃষ্টিপাতের কারণে তাঁরা দু’জন রাস্তার পাশে একটি গাছের তলায় আশ্রয় নেন। সেই সময়ই গাছটিতে বাজ পড়ে। বজ্রাঘাতে গুরুতর জখম অবস্থায় তারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বিষ্ণুপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে বাঁকুড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত সেখানেই দুজনেরই মৃত্যু হয়েছে। রবিবার দেহদুটি ময়না তদন্তের পর তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত দম্পতির একটি শিশু সন্তান রয়েছে। তাঁকে নিয়েই এখন আতান্তরে পড়েছে পরিবারের সদস্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজ পড়ে মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের হাতে রাজ্য সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ শীঘ্রই তুলে দেওয়া হবে।