গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা শুরু, উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় ৫টি রাজ্যও

গুজরাট ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুই রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। গুজরাটের ১৮২টি বিধানসভা আসনের ভোটগণনা চলছে ৩৭টি গণনা কেন্দ্রে। অন্যদিকে, হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের ভোটগণনাও শুরু হয়েছে। গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। অন্যদিকে, হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসনের মধ্যে জিততে প্রয়োজন ৩৫টি আসন।

গুজরাট ও হিমাচল প্রদেশের পাশাপাশি ৫টি রাজ্যে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগণনা। উত্তর প্রদেশের মইনপুরী লোকসভা আসনে চলছে উপ-নির্বাচনের গণনা। পাশাপাশি উত্তর প্রদেশের রামপুর ও খাতাউলি, ওডিশার পাদমপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভার আসনের উপনির্বাচনের গণনাও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.