‘পণ্য ও পরিষেবা কর’ (‘গুড্স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ বা জিএসটি) কমার পূর্ণ সুবিধা ক্রেতাদের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি, যে ৫৪টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি ছাড় দেওয়া হয়েছিল, সেগুলির দাম কমেছে কি না, সে দিকেও কড়া নজর রাখা হয়েছে। এ বার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
শনিবার বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে নির্মলা জানিয়েছেন, গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া জিএসটি হ্রাসের সুবিধাগুলি সম্পূর্ণ রূপে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জিএসটি হ্রাসের তালিকায় থাকা ৫৪টি নিত্যব্যবহার্য পণ্যের দামও পর্যবেক্ষণ করছে কেন্দ্র। নির্মলা বলেন, ‘‘জিএসটি সংস্কারের পর দেখা গিয়েছে, কোনও কোনও ক্ষেত্রে আবার প্রত্যাশিত ছাড়ের চেয়েও বেশি ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। তা ছাড়া, শুল্ক হার হ্রাসের ফলে যানবাহন এবং ইলেকট্রনিক্সের বিক্রিও বেড়েছে।’’
গত ২২ সেপ্টেম্বর থেকে পরিবর্তিত জিএসটি কাঠামো কার্যকর হয়েছে। বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটির হার কমিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কর ১২ শতাংশ থেকে নেমেছে ৫ শতাংশে। টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে গাড়ি, টেলিভিশন সেট— সব মিলিয়ে ৩৭৫টি পণ্যের দাম কমেছে। যদিও অনেক মহল থেকে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে, ওষুধ এবং বহু নিত্যপ্রয়োজনীয় পণ্য এখনও পুরনো দামে বিক্রি হচ্ছে। বিশেষত পাড়ার ছোট দোকানগুলিতে পুরনো দামেই বিকোচ্ছে মাল।