অযোধ্যায় শ্রী রাম মন্দিরের নির্মাণে ৪৪ দিন ধরে চলা সারা দেশে অর্থ সংগ্রহ অভিযান গতকালই শেষ হয়েছে। মন্দির নির্মাণের বাজেট ধরা হয়েছিল ১,১০০ কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল আগেই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানালো, মোট জমা পড়েছে ২,১০০ কোটি টাকা।
উল্লেখ্য, এই অর্থ সংগ্রহ অভিযান বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় সম্পন্ন হলো। এই অভিযানে দেড় লক্ষের বেশি কার্যকর্তা অংশগ্রহণ করেছিলেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‛শ্রী রাম মন্দির নিধি সমর্পন অভিযান’। দেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছিলেন স্বেচ্ছাসেবকরা। বাড়ি বাড়ি ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র দান সংগ্রহ করেছেন তাঁরা। শেষমেশ জমা পড়া টাকার পরিমাণ ট্রাস্টের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে।
ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি বলেন, ‛এই অভিযান আশাতীত সাফল্য লাভ করেছে। মানুষ উৎসাহের সঙ্গে এই মহান উদ্যোগে অর্থ দান করেছেন। দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ নিজেদের সামর্থ্যমত মন্দির নির্মাণে অর্থ দান করেছেন।’
প্রসঙ্গত, শ্রী রাম মন্দির নির্মাণে ২,১০০ কোটি টাকা জমা পড়লেও দেশের একাধিক স্থানে এই অভিযান মৌলবাদীদের বাধার মুখে পড়েছিল। বহু স্থানে মৌলবাদী, উন্মত্ত মুসলিম জনতা অর্থ সংগ্রহ অভিযানে যাওয়া মানুষদের ওপর হামলা চালিয়েছে। গুজরাট, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে অর্থ সংগ্রহে যাওয়া কার্যকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।