ভারতীয় ক্রিকেট সার্কেলে তিনি বরাবরের ঠোঁটকাটা চরিত্র হিসেবে বিবেচিত। কোনও বিতর্কিত ইস্যুতে মন্তব্য করতে পিছপা হন না ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের সদ্য প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। স্বার্থের সংঘাত ইস্যু ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এক বড় সমস্যা। সেই সমস্যার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফের বিস্ফোরক শাত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন এমন বিষয়কে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত।ট্রেন্ডিং স্টোরিজ
প্রসঙ্গত সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সকে সঙ্গী করেই ভারতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিয়েছেন শাস্ত্রী। উল্লেখ্য, এই স্বার্থের সংঘাতের ইস্যুর কোপে পড়তে হয়েছে দ্রাবিড়, সৌরভ, লক্ষ্মণ, কপিল দেব এবং রবি শাস্ত্রীকেও। লোধা কমিটির এই সুপারিশকে শেষ পর্যন্ত জনসমক্ষে অবাস্তব বলে প্রত্যেককে এর বিরুদ্ধে প্রতিবাদ করার ও মুখ খোলার আহ্বান জানিয়েছেন শাস্ত্রী।
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে শাস্ত্রী বলেন, ‘স্বার্থের সংঘাত বিষয়টি নিয়ে চরম বাড়াবাড়ি হচ্ছে। বিষয়টির কারণে নিজেদের ক্রিকেটারদেরকেই তুমি সঠিক সুযোগ দিচ্ছ না। ভারতীয় দলে যে সাপোর্ট স্টাফ রয়েছে, সে আইপিএলে থাকতে পারবে না। এটা কিভাবে স্বার্থের সংঘাত আমার তো মাথায় ঢোকে না! অন্য দেশের কোচ এসে তোমার দেশের আইপিএলে কোচিং করিয়ে যাচ্ছে কিন্তু তোমার দেশের লোক তা করতে পারছে না। স্বার্থের সঙ্ঘাত একেবারে অর্থহীন, বেকার।’
শাস্ত্রী আরও বলেন, ‘ভারতীয় দলের কোচ থাকাকালীন আমাকে আইপিএলে ধারাভাষ্য পর্যন্ত দিতে দেওয়া হয়নি। আমি তো নির্বাচক না যে দলে কারুর নির্বাচনকে প্রভাবিত করব। আইপিএল দলের কোচ হওয়ার পরেও রিকি পন্টিং ওর দেশের সংস্থার হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছে দিব্বি। ভারতীয় ক্রিকেটের স্বার্থে এই স্বার্থের সংঘাত বিষয়টিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত।’