জুলাই মাসের ২২-২৪ তারিখের মধ্যে নয়াদিল্লিতে (New Delhi) বায়ু ভবনে আয়োজিত হতে চলেছে বায়ুসেনা কমান্ডার্স-এর সম্মেলন। ওই সম্মেলনে ভারতীয় বায়ুসেনার কমান্ডার্সরা ‘পরবর্তী দশকে বায়ুসেনা’ বিষয়ে আলোচনা করবেন এবং পরবর্তী দশকের জন্য ভারতীয় বায়ুসেনার পরিচালনা ক্ষমতা বাড়ানোর বিষয়ে রোডম্যাপ তৈরি করবেন। ২২ জুলাই, বুধবার ‘পরবর্তী দশকে বায়ুসেনা’ বিষয়ক সম্মেলনের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন প্রতিরক্ষা সচিবও।
বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, তিন-দিনের সম্মেলনে বায়ুসেনার বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এছাড়াও পরবর্তী দশকে ভারতীয় বায়ুসেনার পরিচালনা ক্ষমতা বাড়ানোর বিষয়ে ফাইনাল টাচ দেওয়া হবে। বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া ২২-২৪ জুলাই সাতজন বায়ুসেনা কমান্ড প্রধানদের সঙ্গে কমান্ডারদের বৈঠকের সভাপতিত্ব করবেন। পূর্ব লাদাখের ৩,৪৮৮ কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নিয়েও আলোচনা হতে পারে।