লোকসভা ভোটকে পাখির চোখ করে সংখ্যালঘু ভোটকে নিজেদের ঝুলিয়ে আনতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। সোমবার এই প্রথম ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটি’র সম্মেলন হল।
এদিন শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে মিছিল করে পাণ্ডা পাড়ার এক ভবনে হাজির হয় কমিটির নেতা কর্মীরা। সেখানে সাংসদ জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে জেলা সম্মেলন হল। সম্মেলনে উঠে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল বার বার সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ধর্মাবলীদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। আর এই সংখ্যালঘুদের শিক্ষা ও আর্থিক দিন থেকে পিছিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এদিন সাংসদ নিজের বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রের সরকার সংখ্যালঘুদের পাশে রয়েছে।
ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি কাশেম আলী মিঞা বলেন, “আগামীকাল থেকে পবিত্র রমজান মাস। তার আগে সংখ্যালঘুদের নিয়ে এই সম্মেলন। তিন মাস আগে ৩১ জনের কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল ও সিপিএম বার বার সংখ্যালঘুদের বঞ্চিত করেছে। আমরা রাষ্ট্রীয়বাদী মুসলিম, এখন সকলে বুঝতে পাচ্ছেন তৃণমূল ও সিপিএমকে।”