বর্তমানে বেশিরভাগ পরিবারের নিজস্ব নারকেল গাছগুলি অবহেলাতেই পড়ে থাকে। সঠিক পরিচর্যা নেওয়া সম্ভব হয় না। ফলে এই গাছগুলি থেকে সঠিক উৎপাদন ও সঠিক আয় পাওয়া সম্ভব হয় না। আপনারা কি জানেন প্রতি বছর প্রতিটি গাছ থেকে কত রোজগার করা যায়? এইরকম বহু প্রশ্নের সঠিক উত্তর পেতে নারিকেল উন্নয়ন পর্ষদ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগে এই ধরনের উৎসাহী ব্যক্তিদের সাপ্তাহিক প্রশিক্ষণের মাধ্যমে নারকেল গাছের সঠিক পরিচর্যার প্রশিক্ষণ পাওয়া যায়। শুধু তাই নয়, নারকেল গাছে ওঠার জন্য এক বিশেষ যন্ত্র প্রশিক্ষণ প্রাপকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়।
নারিকেল উন্নয়ন পর্ষদ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগে ৬ দিন ধরে প্রশিক্ষণের মাধ্যমে আপনি নারকেল গাছ পরিচর্যার এক দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন। এছাড়া এই প্রশিক্ষণ প্রাপকদের এক বিশেষ আর্থিক বীমার ব্যবস্থা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে এবছর বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ চলবে। আগামী বছর পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে আপনারা যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট দপ্তরে।
এই প্রশিক্ষণের ফলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি অন্যদিকে প্রতিটি নারকেল গাছের সঠিক পরিচর্যার ফলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এমনই নারকেল উন্নয়ন পর্ষদ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগে একটি প্রশিক্ষণ আজ সমাপ্ত হল পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ নারকেলদার গুচ্ছ সমিতির পরিচালনায়। প্রতি ব্যাচে ২০ জন এখান থেকে সাপ্তাহিক প্রশিক্ষণ নিয়েছে। তারা সকলেই উৎফুল্ল। এই সাপ্তাহিক ট্রেনিং সমাপ্ত হওয়ার পর প্রত্যেকটি প্রশিক্ষণ পাপকের হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।