হারিয়ে যাচ্ছে উপকূলীয় জলাভূমি, ২০০৬-০৭ সাল থেকে কমেছে অনেকটা: ISRO

1/5লক্ষণীয় হারে কমছে উপকূলীয় জলাভূমি। ‘ভারতীয় জলাভূমির মহাকাশ-ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক একটি অ্যাটলাসে এমনটাই জানাল ইসরো(ISRO)। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)

তাতে বলা হয়েছে, ২০১৭-১৮ সালে ০.০২৫ mha এলাকা জুড়ে ১,৩৪২টি জলাভূমি অদৃশ্য হয়ে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (Sanjeev Kumar/ Hindustan Times)
2/5তাতে বলা হয়েছে, ২০১৭-১৮ সালে ০.০২৫ mha এলাকা জুড়ে ১,৩৪২টি জলাভূমি অদৃশ্য হয়ে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (Sanjeev Kumar/ Hindustan Times)
বুধবার প্রকাশিত অ্যাটলাস অনুযায়ী, ভারতে মোট ২,৩১,১৯৫টি জলাজমি রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স  (IUCN via REUTERS)
3/5বুধবার প্রকাশিত অ্যাটলাস অনুযায়ী, ভারতে মোট ২,৩১,১৯৫টি জলাজমি রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স  (IUCN via REUTERS)
গত এক দশকে ৭৩,৯৬১ হেক্টর প্রাকৃতিক উপকূলীয় জলাভূমি কমে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
4/5গত এক দশকে ৭৩,৯৬১ হেক্টর প্রাকৃতিক উপকূলীয় জলাভূমি কমে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
কৃষিকাজের জন্য জলাভূমির রূপান্তর, জলাভূমিতে বন ধ্বংস, ম্যানগ্রোভের ক্ষতি, কৃত্রিম জলাধার, বাঁধের কারণে জল জমে যাওয়া, ভূগর্ভস্থ জল হ্রাস এবং জলের গুণমানের অবনতিকে জলাভূমি হ্রাসের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
5/5কৃষিকাজের জন্য জলাভূমির রূপান্তর, জলাভূমিতে বন ধ্বংস, ম্যানগ্রোভের ক্ষতি, কৃত্রিম জলাধার, বাঁধের কারণে জল জমে যাওয়া, ভূগর্ভস্থ জল হ্রাস এবং জলের গুণমানের অবনতিকে জলাভূমি হ্রাসের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.