গুজরাতের পোরবন্দরে রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। মহড়ার সময় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানি গিয়েছে, মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ছিল এটি। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হত এই হেলিকপ্টারে। রবিবারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হেলিকপ্টারটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। তার পরই আগুন ধরে যায়। দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই প্রথম নয়, গত বছরের ২ সেপ্টেম্বরেও উপকূলরক্ষী বাহিনীর আরও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়েই আরব সাগরে ভেঙে পড়েছিল। চার জনকে উদ্ধার করা হয়। তিন জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন।