কয়লাপাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে কয়লাপাচার। এই অবস্থায় কয়লা পাচার রুখতে তৎপর পুলিশ। পুরুলিয়া জেলায় পুলিশ কয়লা পাচার বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে। সেই অভিযানে এক মাসেরও কম সময়ে পুরুলিয়া থেকে ৪০টি অবৈধ কয়লা বোঝায় লরি বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হওয়া কয়লার পরিমাণ প্রায় কয়েক হাজার টন।
পুলিশ জানিয়েছে, কয়লা পাচারের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া সীমান্ত হয়ে অবৈধ কয়লা বোঝা লরি বাংলায় প্রবেশের চেষ্টা করছে। এই খবর পাওয়ার পরে সেখানে নাকা পয়েন্ট বাসায় পুলিশ। তারপরে শুরু হয় তল্লাশি অভিযান। সে ক্ষেত্রে সঠিক নথি না থাকলে ট্রাকগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পুরুলিয়া জেলার সীমানা থেকে। আবার বেআইনি কয়লা পাচারের অভিযোগে বহু ট্রাক বাজেয়াপ্ত করা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, এক মাসেরও কম সময়ে ৪০ টি মতো অবৈধ কয়লা বোঝায় ট্রাক এখনও পর্যন্ত আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মোট কয়লার পরিমাণ প্রায় তিন হাজার মেট্রিক টন।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ‘ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে কয়লা বাংলায় আসার খবর পেয়ে আমরা সীমান্তে নাকা পয়েন্ট করি। এরপর যায় লরিগুলি খতিয়ে দেখে শুরু করি। তাতে দেখা যায় বহু লরির কাগজপত্র নেই। অবৈধ ভাবে সেগুলি কয়লা নিয়ে যাচ্ছে। সেই সমস্ত লরি জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সব মিলিয়ে পুলিশের ভয়ে পুরুলিয়া সীমান্তে কয়লা পাচার অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে। আপাতত অবৈধ কয়লা পাচার বন্ধ এরকম ভাবেই অভিযান চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।