কোচিং সেন্টারগুলিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে সতর্ক করে দিল কেন্দ্র সরকার। বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে কোনো কোচিং সেন্টার বা ইনস্টিটিউট যেন তাদের বিজ্ঞাপনে ওই সংশ্লিষ্ট পরীক্ষায় টপারদের ছবি না দেয়। এমনকি বিজ্ঞাপনে যেন ১০০ শতাংশ সাফল্যের নিশ্চয়তা বা সুনিশ্চিত চাকরির টোপও না দেওয়া হয়।
সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি একটি নিষেধাজ্ঞার খসড়া তৈরি করেছে। জাতীয় উপভোক্তা হেল্পলাইন মারফত প্রচুর অভিযোগ জমা পড়ার পর এই নিয়ে পদক্ষেপ করা হয়। সেখানে অভিযোগ করে বলা হয়, কোচিং সেন্টার বা ইনস্টিটিউটগুলি অসংখ্য বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিচ্ছে। যে প্ররোচনায় ফাঁদে পা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা।
গ্রাহক অভিযোগ বিষয়ক সচিব নিধি খারে সাংবাদিকদের বলেন, আমরা দেখেছি কোচিং সেন্টারগুলি ইচ্ছাকৃতভাবে এইসব করে চলেছে। সে কারণে আমরা এই নির্দেশিকা দিতে বাধ্য হয়েছি। নির্দেশিকা জারির পর কর্তৃপক্ষ এই কাজ ঠেকাতে ৫৩টি নোটিশ পাঠিয়েছে। এছাড়াও সাড়ে ৫৪ লক্ষ টাকার বেশি মূল্যের জরিমানা ধার্য করেছে।
সরকারি সূত্রে জানাগেছে, কোনো কোচিং সেন্টারকে টার্গেট করি লক্ষ্য নয়। বিজ্ঞাপনের ক্ষেত্রে সতর্ক থাকতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেননা এর সঙ্গে গ্রাহকদের অধিকার এবং চাকরি প্রত্যাশীদের প্রলোভনের হাত থেকে রক্ষা করা যাবে।
নয়া নির্দেশিকায় কোচিং সেন্টারগুলিকে বিজ্ঞাপনের বিষয়গুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে। যে যে কোর্স পড়ানো হবে, কোর্সের প্রকৃত সময়সীমা, ঠিক কতটা টাকা লাগবে, রিফান্ড নীতি কী? নির্বাচন প্রক্রিয়া, চাকরি সুনিশ্চিত করার মতো বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।