বোমাতঙ্ক আগ্রার তাজমহলে! বৃহস্পতিবার সকালে কন্ট্রোল রুম থেকে বোমা-হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাজমহল চত্বর থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের। তাজমহলের বাইরে সমস্ত দোকানও বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তাজমহলের প্রধান সমস্ত দরজা। সতর্ক করা হয়েছে সিআইএসএফ-কেও। সকাল সাড়ে সাতটা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। আগ্রার পুলিশ সুপার (এসপি, প্রোটোকল) শিবরাজ যাদব জানিয়েছেন, “কন্ট্রোল রুম থেকে আমরা জানতে পারি, অজ্ঞাতপরিচয় একজন যুবক জানায়, সেনাবাহিনীর নিয়োগে অনিয়ম করা হয়েছে এবং তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ জন্য তাজমহলে একটি বোমা রাখা হয়েছে। ওই বোমা শীঘ্রই ফেটে যাবে।”
এই বোমা-হামলার খবর পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগ্রার পুলিশ সুপার (প্রোটোকল) শিবরাম যাদব আরও জানিয়েছেন, “তাজমহলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক করা হয়েছে সিআইএসএফ-কে। ফিরোজাবাদে ওই যুবকের লোকেশন ট্রেস করা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” আগ্রার আইজি এ সতীশ গণেশ জানিয়েছেন, “তাজমহল চত্বরে তল্লাশি চালিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং অন্যান্য টিম। সন্দেহনজনক কিছু পাওয়া যায়নি। আমি আশ্বস্ত করতে চাই, ৯৯ শতাংশ ভুয়ো ফোনকলের ঘটনা এটি।”
2021-03-04