করোনাভাইরাসের প্রকোপের কারণে বিগত ৭ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত সিনেমা হল। সম্প্রতি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সেগুলি ১৫ অক্টোবর থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে প্রতিটি সিনেমা হলে পঞ্চাশ শতাংশের বেশি দর্শক থাকতে পারবেন না। মঙ্গলবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শকদের প্রতিটি সিটের মাঝে একটি করে আসন খালি রাখতে হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ‘বিগত ৭ মাস ধরে বন্ধ রয়েছে সিনেমা হল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর থেকে খুলতে চলেছে সিনেমা হল। ওই দিন থেকেই খুলবে প্রেক্ষাগৃহ এবং মাল্টিপ্লেক্সও। তবে, পঞ্চাশ শতাংশের বেশি দর্শক থাকতে পারবেন না কোথাও। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দর্শকদের প্রতিটি সিটের মাঝে একটি করে আসন খালি রাখতে হবে। সবসময় মাস্ক পরে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ।