কে এম ডি এ সেতু বিশেষজ্ঞ কমিটি আগেই জানিয়েছিল, চিংড়িহাটা উড়ালপুলের স্বাস্থ্য ভালো নয়। এবার সেই উড়ালপুলের ডাউন অ্যাপ্রোচে সুকান্তনগরের কাছে ছোট বড় নয়টি গর্ত। এই ঘটনায় বাড়ছে উদ্বেগ।
উড়ালপুলের ডাউন অ্যাপ্রোচে নয়টি গর্ত। সেগুলি একই সিরিয়াল লাইন ধরে। আর গর্তের লাইন বরাবর বসে গেছে রাস্তা। সেই রাস্তার ওপর দিয়ে বিপজ্জনক ভাবে দ্রুতগতিতে চলছে গাড়ি। পুলিসের যুক্তি, এটি ডাউনের রাস্তা। এখানে গার্ড রেল বসালে আরও বেড়ে যাবে দুর্ঘটনার আশঙ্কা। কারণ শেষ মুহুর্তে দ্রুতগতির গাড়ির চালক গার্ড রেল বুঝতেই পারবেন না। অতএব সেতুতে যান চালকদের সতর্ক করতে, এবং গতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হল পুলিস।