জুন মাসের শেষ সপ্তাহ। চিনের বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই পূর্ব লাদাখ এলাকা ঘেঁষে উড়ে গিয়েছে বলে খবর। তবে ভারতীয় বায়ু সেনা দ্রুত নির্দিষ্ট নিয়ম মেনে তার জবাবও দিয়েছে।এমনটাই সূত্রের খবর।
সূত্রের খবর, জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ এলাকায় মোতায়েন করা ভারতীয় বাহিনীর চোখে পড়ে বিমানটিকে। এরপর রাডারেও ধরা পড়ে বিমানের উপস্থিতি। এদিকে এই সময়তেই চিনের বাহিনী তাদের যুদ্ধ বিমানের নানা মহড়া তাদের দিকে চালাচ্ছে। পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও তারা এই মহড়া চালাচ্ছে। আর সেই সময়ই এই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।
তবে বিষয়টি নজরে আসতেই ও আকাশ সীমা লঙ্ঘন করতে পারে বলে খবর আসতেই দ্রুত তৎপর হয় ভারতীয় বায়ু সেনা। নিয়ম মেনেই ভারত পদক্ষেপ নেয়।
এদিকে ওয়াকিবহাল মহলের মতে, ভারতীয় সীমানার কাছেই চিন প্রচুর যুদ্ধ বিমানকে মজুত করে রেখেছে। এমনকী পাইলটবিহীন এয়ারক্রাফটও মজুত রেখেছে সীমান্তে। গত দু বছর ধরেই তারা এই কাণ্ড করেছে।
২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে সূত্রের খবর, এভাবে চিনের বিমানের উড়ে যাওয়ার ঘটনা খুব একটি উদ্বেগজনক না হলেও আগামী দিনে এই সংখ্যা যাতে না বাড়ে সেটা নিশ্চিত করাটাও দরকার। তবে অতীতে যেখানে ভারত ও চিনের মধ্যে ঝামেলা হয়েছিল অনেকটা তার কাছাকাছি জায়গা দিয়ে বিমানটি উড়ে গিয়েছে বলে খবর।