চিন ভারত বৈঠক কার্যত মুখে কুলুপ এঁটেছে চিন। একেবারে কোনও মন্তব্যই করতেই রাজি নয় চিন। এদিকে চিনের ভূমিকা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন ভারতীয় সেনা প্রধান এমএম নরভানে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হুঁশিয়ারি কমছে না বলেও আভাস দিয়েছিলেন তিনি। আর তা নিয়ে চরম অস্বস্তিতে চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, যদি কোনও তথ্য থাকে তবে আমরা জানাব। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত আর চিন কূটনৈতিক ও সামরিকস্তরে কথাবার্তা বলছে। সীমান্তের অশান্তি কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আশা কোনও ব্যক্তি এনিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন।ট্রেন্ডিং স্টোরিজ
তবে ওয়াকিবহাল মহলের মতে, ১৪ রাউন্ড আলোচনার পরেও বিতর্কিত পয়েন্টগুলো নিয়ে এখনও কোনও রফাসূত্র বের হয়নি। এদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। দুপক্ষই আলোচনা চালিয়েছে। আমাদের আশা ভারত পরিস্থিতির উন্নয়নের জন্য সহায়তা করবে। এদিকে গত অক্টোবর মাসে সামরিকস্তরে আলোচনা একেবারেই ফলপ্রসূ হয়নি। মূলত উভয়পক্ষের মত বিরোধের জেরেই আলোচনা বেশিদূর এগোতে পারেনি। ১৩রাউন্ড আলোচনার শেষে দুপক্ষের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ততার জায়গায় গিয়েছিল। পিপলস লিবারেশন আর্মির তরফে বলা হয়েছিল ভারত অযৌক্তিক দাবি করছে। আর ভারতের তরফে জানানো হয়েছিল চিন কোনও বিষয়েই রাজি হতে চায় না। আলোচনার টেবিলে ইতিবাচক কোনও মতামতে সায় দেয় না চিন।