টসের সময়ই সতীর্থ ‘চিন্টু’-র শততম টেস্ট (Cheteshwar Pujara 100th Test) নিয়ে আবেগতাড়িত মন্তব্য করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) । বলেছিলেন, “আমরা সবাই চেতেশ্বরের জন্য গর্বিত। আমরা উচ্ছস্বিত। কারণ ১০০ টেস্ট খেলা মোটেও মুখের কথা নয়। এরমধ্যে চেতেশ্বর অনেক লড়াই হজম করেছে। তাই এমন ম্যাচ ওর কাছে স্পেশ্যাল।” তবে এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়াকে (Australia) দ্বিতীয় টেস্টে বুঝে নেওয়ার আগে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) সংবর্ধনা জানাল বিসিসিআই (BCCI)। তাও আবার প্রবাদপ্রতিম সুনীল গাভাসকর (Sunil Gavaskar) তাঁর হাতে তুলে দিলেন বিশেষ স্মারক। অরুণ জেটলি স্টেডিয়ামে তখন চেতেশ্বরের সঙ্গে রয়েছেন তাঁর বাবা অরবিন্দ পূজারা, স্ত্রী পূজা ও একমাত্র কন্যা।
মাঠে নামার আগেই সবার সামনে এল সেই ঐতিহাসিক মুহূর্ত। গোটা ভারতীয় দল তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমন সময় ‘লিটল মাস্টার’ শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বরকে বলেন, “১০০টি টেস্ট খেলার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়। থাকে অনেক লড়াই এবং পরিশ্রম। চেতেশ্বর তুমি আমাদের সবার কাছে খুবই কাছের। তুমি সবাইকে গর্বিত করেছো। কঠিন পরিস্থিতিতেও তুমি লড়াই চালিয়ে গিয়েছিলে। আর তাই তো গত অস্ট্রেলিয়া সফরে তোমাকে গায়ে-মাথায় বল খেতে দেখেছিলাম।” এখানেই থেমে না থেকে সানি ফের যোগ করেন, “এই নিয়ে তুমি ১৩ নম্বর ক্রিকেটার যে ভারতের হয়ে শততম টেস্ট খেলতে নামবে। তবে কেউ তার শততম টেস্টে শতরান করেনি। তোমাকে এমন বিশেষ ম্যাচে শতরান করতেই হবে।”