অরুণাচল প্রদেশের মান্ডালা পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার (Cheetah helicopter)। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। কপ্টারের ভগ্নাবশেষ উদ্ধার করছে ভারতীয় সেনা (Indian Army)। কিন্তু দুই পাইলটের খোঁজ পাওয়া যায়নি।
এদিন সকাল ৯.১৫ নাগাদ মান্ডালার কাছে ভেঙে পড়ে সেনার চিতা কপ্টার।
সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় রুটিন উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী। কিন্তু পাইলটদের পাওয়া যায়নি। কী কারণে কপ্টার ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। সেনার তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তল্লাশি শুরু হয়েছে।
যে কোনও আপত্কালীন পরিস্থিতি হোক, প্রাকৃতিক বিপর্যয় বা যুদ্ধ পরিস্থিতি হোক, সেই ১৯৬০-৭০ সাল থেকে ভারতীয় সেনার অস্ত্রসম্ভারে রয়েছে চেতক এবং চিতা হেলিকপ্টার। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিও বদলেছে। কিন্তু এই দুই প্রাচীন কপ্টারকে সে ভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়নি। তাদের অবসর দিতে চেয়ে সরকারের কাছে আবেদনও করা হয়েছিল সেনার তরফে। ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনাও চেতক ও চিতা কপ্টার ব্যবহার করে। বায়ুসেনার কাছে শতাধিক চেতক ও চিতা রয়েছে।