পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা লাগু করা হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। আমার কিছু বলার নেই। বিষয়টি পর্যালোচনা করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এরাজ্যের উপর সবসময় নজর রাখছে। মঙ্গলবার রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন সাংসদ দেবশ্রী চৌধুরী।
এদিন সাংসদ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যের আইনের শাসন ফেরানোর কথা বলায় বেজায় চটেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল বেশ কিছুদিন তাদের কাছে ভালো ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেই তৃণমূল কংগ্রেসের নেতারা তেলেবেগুনে জ্বলে উঠলেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে দেবশ্রী চৌধুরী চলতি বছরের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বলেন, গোটা বিশ্বে যুদ্ধ ও করোনার জন্য মন্দা তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলির অবস্থাও অত্যন্ত খারাপ। তার মাঝেও বর্তমান কেন্দ্রীয় সরকার বাজেটে নতুন দিশা দেখানোর চেষ্টা করেছেন। সাধারণ মানুষের চিন্তা করে বাজেট তৈরি করা হয়েছে।
অন্যদিকে, এদিন রায়গঞ্জের কাছে বারোদুয়ারি এলাকায় ফোর বাইপাস তৈরি নিয়ে যারা ব্যক্তিগত স্বার্থে বাধা সৃষ্টি করছে তাদের নাম আমি মুখে আনতে চাই না। সবাই তা দেখছেন। আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি তারা যেন নর্থ বেঙ্গলের উন্নয়ন নিয়ে আরও বেশি আন্তরিক ভাবে সচেষ্ট হন।