পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়িতে আসলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জেলা পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধেয় সদর ব্লকের রানীনগরে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসনের তরফে রানীনগর পঞ্চায়েত দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীদের রাখার ব্যবস্থা করা হয়েছে।
এ দিন সন্ধেয় উত্তরপূর্ব ভারত থেকে আইটিবিপি’র এক কোম্পানি জওয়ান এসে পৌঁছচ্ছে। দফায় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানাগেছে। শনিবার থেকে বিভিন্ন গ্রামের বুথ ঘুরে দেখবে কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রুট মার্চ চলবে কেন্দ্রীয় বাহিনীর বলে প্রশাসন সূত্রে খবর। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে জেলায়। রুট মার্চ শুরু হবে।”