সিসি টিভির ডিভিআর শর্টসার্কিট হয়ে ফেটে বিপত্তি। আগুনে ভস্মীভূত হল পুলিশ ফাঁড়ির সরকারি নথিপত্র। ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত এ-জোন পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।
ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৫ টা নাগাদ ফাঁড়ির অফিসের ভেতর বিকট শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় আগুন ছড়াচ্ছে। তড়িঘড়ি কর্তব্যরত পুলিশ কর্মীরা উচ্চ কর্তাদের ও দমকলে খবর দেয়। টিনের ভবনের ভেতরে প্লাইউড থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারাও তড়িঘড়ি জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সহ আসবাবপত্র। পাশাপাশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্গাপুর দমকল বিভাগের আধিকারিক শ্যামল মন্ডল জানান, “প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত চলছে।”
এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে জানান, “সিসি টিভির ডিভিআর শর্টসার্কিট হয়ে ফেটে গিয়েছে। সেখান থেকে আগুন লেগেছে। বহু সরকারি নথিপত্র পুড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”