আজই প্রকাশিত হতে পারে সিবিএসই দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের ফলাফল। একাধিক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে মুখ খোলা হয়নি।
কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের ফলাফল (CBSE 12th Term 1 Result 2022) দেখবেন?
ট্রেন্ডিং স্টোরিজ
রেলের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত RRB-র, লাভবান হবেন লক্ষাধিক চাকরিপ্রার্থী (ভারতীয় রেল – মিন্ট)
RRB: রেলের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত RRB-র, লাভবান হবে ….
প্রকাশিত হবে রেলের এনটিপিসি পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
RRB NTPC Exam Result 2022: আরও বেশি প্রার্থী সুযোগ পাবে ….
দ্বিতীয় দফার পরীক্ষার জন্য মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নেওয়া হবে। (ছবিটি প্রতীকী)
RRB NTPC CBT 2 Exam 2022: চাকরির সুযোগ পাচ্ছেন বাড়তি ২ ….
ছবিটি প্রতীকী, সৌজন্য় হিন্দুস্তান টাইমস
WB Govt Jobs: মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ! আবেদন কর ….
১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-তে যান।
২) সিবিএসই দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের তথ্য দিয়ে লগইন করুন।
৪) আপনার স্ক্রিনে রেজাল্ট দেখাবে।
৫) নিজের রেজাল্ট দেখে নিন এবং তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট (CBSE 12th Term 1 Result 2022) দেখতে পারবেন?
১) cbseresults.nic.in
২) cbse.gov.in
৩) এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
৪) DigiLocker: DigiLocker অ্যাপ এবং ওয়েবসাইট digilocker.gov.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। ডিজিলকারের মাধ্যমে মার্কশিট, শংসাপত্র এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেবে সিবিএসই।
৫) UMANG App: পড়ুয়ারা UMANG অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবেন। Google PlayStore এবং App Store (iOS) থেকে সেই অ্যাপ ডাউনলোড করা যাবে।
তবে আপাতত পড়ুয়াদের হাতে রেজাল্ট দেওয়া হবে না। পড়ুয়ারা বিভিন্ন বিষয় এবং মোট নম্বর দেখতে পারবেন। দ্বিতীয টার্মের ফলাফলের পর পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবেন।