“সিবিআই আজ ন্যায় ও সুবিচারের ব্র্যান্ড, যেকনো দুর্নীতির তদন্তে সরকার সব সময় সংস্থার পাশে থাকবে,” বিরোধীদের বার্তা মোদীর

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ন্যায় ও সুবিচারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। যখনই কোনো দুর্নীতি হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। এমনকি পঞ্চায়েত স্তরের দুর্নীতিতেও মানুষ সিবিআই তদন্তের দাবি জানান। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সিবিআইয়ের হীরক জয়ন্তী বর্ষ পালন হয়। সেই অনুষ্ঠানেই এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির সঙ্গে লড়াইয়ে সরকার সব সময় সিবিআইয়ের পাশে আছে বলেও জানিয়েছেন মোদী।

বারবার বিরোধীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই আবহে বিরোধীদের পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় দুর্নীতিগ্রস্তদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মোদী বলেন, যাদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে তাদের অনেক ক্ষমতা। বহু বছর ধরে তারা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত, কিন্তু কোনোভাবেই তাদের ছেড়ে দিলে হবে না। কোনো দুর্নীতিবাজ যেন ছাড়া না পায়। এটাই দেশবাসীর ইচ্ছে। আমি ভরসা দিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার সিবিআইয়ের পাশেই আছে।

প্রধানমন্ত্রী বলেন, যখনই কোনো দুর্নীতির কথা প্রকাশ্যে আসে, এমনকী সেই দুর্নীতি যদি পঞ্চায়েত স্তরেরও হয়, মানুষ সিবিআই তদন্তের দাবি তোলে। আর এর থেকেই বোঝা যায় বছরের পর বছর ধরে সিবিআই নিজেদের কাজের মাধ্যমে ন্যায় ও সুবিচারের ব্র্যান্ডে পরিণত হয়েছে।

দুর্নীতির প্রসঙ্গ তুলে মোদী বলেন, আগে সরকারি নিয়োগে প্রচুর দুর্নীতি হতো। টাকার বিনিময়ে চাকরি হতো। অনেক সময় ইন্টারভিউয়ের সময় টাকা চাওয়া হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারি চাকরি গ্রুপ সি, গ্রুপ ডি’তে নিয়োগের স্বচ্ছতা রাখতে ইন্টারভিউ বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি যোজনায় টাকা নিয়ে দুর্নীতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগে সরকারি যোজনায় সুবিধাভোগীদের নানাভাবে ঠকিয়ে দুর্নীতি করা হতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই সুযোগ কমে গেছে। সুবিধাভোগীদের খুঁজে বার করে তাদের নাম সরকারি যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

মোদী জানান, বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার অনেক বেশি পদক্ষেপ করেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছে শক্তির কোনো অভাব নেই সরকারের। দুর্নীতি দমনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে একজোট হয়ে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মোদী জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত অনেক মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে। এমন মামলাও এসেছে, যেখানে অভিযোগ করার দশ বছর পরেও ঠিক করে তদন্ত শুরু হয়নি। এখনো যে মামলাগুলির তদন্ত চলছে তার মধ্যে অনেক পুরনো মামলা রয়েছে। সেইসব মামলায় তদন্তে দেরি হলে দোষীদের শাস্তি দিতে দেরি হয়। প্রধানমন্ত্রীর বার্তা, দোষীদের শাস্তি দিতে তদন্ত প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করা যায় তা নিয়ে ভাবতে হবে। দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে।

মোদী বলেন, সিবিআইয়ের মত পেশাদার ও দক্ষ প্রতিষ্ঠান ছাড়া উন্নত ভারত গড়ে তোলা সম্ভব নয়।‌ সেই কারণেই দেশ গঠনে সিবিআইয়ের বিশাল দায়িত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.