পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যজুড়ে তল্লাশি শুরু করেছে সিবিআই’এর প্রতিনিধি দল। দুর্নীতির শিকড়ে পৌঁছতে একাধিক নথির খোঁজে তদন্তকারীরা রাজ্যের বেশ কয়েকটি পৌরসভাতে তল্লাশি শুরু করেছে।
সুত্রের খবর, বুধবার সকালে নিজাম প্যালেস থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি প্রতিনিধি দল। তাঁরা হানা দেয় রাজ্যের কয়েকটি পৌরসভা সহ নদীয়া জেলার শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভাতে। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে ম্যারাথন তল্লাশি। বহু নথি খতিয়ে দেখেন তাঁরা। তবে মূলত দেখা হয় নিয়োগ সংক্রান্ত নথি। এছাড়াও এদিন পুরসভাগুলির অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, মূলত নথি খতিয়ে দেখতেই রাজ্যজুড়ে এই তল্লাশি শুরু করেছে সিবিআই।
প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় নিয়োগেও দুর্নীতির হদিশ মেলে। অভিযোগ, অর্থের বিনিময়ে কয়েক হাজার চাকরি বিক্রি হয়েছে। তদন্তে উঠে আসে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে রাজ্যের প্রায় সব পুরসভায় নিয়োগ হয়েছে। আর অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্যরা। সেই দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।