1/6যাত্রীবাহী ট্রেনের এসি কামরায় পণ্য পরিবহণ, প্রথম ট্রেনে গেল ম্যাগি, চকোলেট 2/6যাত্রীবাহী ট্রেনের এসি কামরায় পণ্য পরিবহণ করল ভারতীয় রেল। চালানো হল প্রথম এসি পার্সেল এক্সপ্রেস ট্রেন। (ছবি সৌজন্য এএনআই) 3/6প্রথম এসি পার্সেল এক্সপ্রেস ট্রেনে ২০ টি টু’টিয়ার এবং থ্রি-টিয়ার এসি কোচ আছে। যা ফিরোজপুর ডিভিশনের সানেওয়াল থেকে দক্ষিণ-পশ্চিম রেলের যশবন্তপুরের উদ্দেশে রওনা দিয়েছে। (ছবি সৌজন্য এএনআই) 4/6সেই ট্রেনে আছে চকোলেট, ম্যাগি, স্ন্যাকসের মতো পণ্য। (ছবি সৌজন্য এএনআই) 5/6রেলের তরফে বলা হয়েছে, ‘এই প্রথম যাত্রীবাহী এসি কোচকে (আইসিএফ বা যাত্রীবাহী কোচ) পণ্য পরিবহণের জন্য ব্যবহার করা হয়েছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) 6/6রেলের তরফে জানানো হয়েছে, যে কোচগুলি যাত্রী চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে না, সেগুলিকে এমনি ফেলে না রেখে কাজে লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহণ করা হয়েছে। 2021-10-02