দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে কাজ চলবে। সেজন্য আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। ইতিমধ্যে কয়েকটি চলেনি। আগামী কয়েকদিন হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে ছাড়বে, এমন কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে –
- ১২৮৭০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর।
- ১২৮৬৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস: আগামী ১২ ডিসেম্বর।
- ১২৭৬৭ হুজুর সাহেব নান্দেড-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর।
- ১২৭৬৮ সাঁতরাগাছি-হুজুর সাহেব নান্দেড এক্সপ্রেস: আগামী ৮ ডিসেম্বর।
- ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ২০৮২১ পুণে-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর।
- ১২৮১২ হাতিয়া-লোকমান্য তিলক সুপারফাস্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২৮১১ লোকমান্য তিলক-হাতিয়া সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর।
- ২২১৬৯ রানি কমলাপতি (হাবিবগঞ্জ)-সাঁতরাগাছি এক্সপ্রেস: আগামী ৮ ডিসেম্বর।
- ২২১৭০ সাঁতরাগাছি-রানি কমলাপতি (হাবিবগঞ্জ) এক্সপ্রেস: আগামী ৯ ডিসেম্বর।
- ২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস: আগামী ৬ ডিসেম্বর।
- ২২৫১২ কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ২২৫১১ লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস: আগামী ৭ ডিসেম্বর।
- ১২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া এক্সপ্রেস: আগামী ৭ ডিসেম্বর।
- ১২১৫১ লোকমান্য তিলক এক্সপ্রেস-হাওড়া: আগামী ৮ ডিসেম্বর।
- ১২১৫২ হাওড়া-লোকমান্য তিলক এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর।
- ১২৯৪৯ পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস: আজ (শনিবার, ৫ ডিসেম্বর)।
- ২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস: আগামী ১০ ডিসেম্বর।
- ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস: আগামী ১২ ডিসেম্বর।