আজ (বৃহস্পতিবার) দেশজুড়ে ৪৯৩ টি (আপাতত) ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় যেমন দূরপাল্লার ট্রেন আছে, তেমনই আছে লোকাল ট্রেন। রেলের তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তা কীভাবে দেখবেন -1
ভারতীয় রেলের enquiry.indianrail.gov.in ওয়েবসাইটে যান।2
উপরের দিকে ‘Exceptional Trains’-এ সিলেক্ট করুন।3
একাধিক অপশন পাবেন। সেখানে ‘Cancelled Trains’-এ ক্লিক করুন।4
‘Date’ বেছে নিন।5
২৭ জানুয়ারি কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখতে পারবেন।

